শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ১২:৪০:০৮

আজ মুখোমখি মাঠে নামবে বাংলাদেশ-ভারত

আজ মুখোমখি মাঠে নামবে বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ যুব বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। 

তবে এই ভারতকে হারিয়েই ২০২০-এ যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। আর এই সেদিন ভারতকে হারিয়েই এশিয়া কাপ জিতেছে মাহফুজুর রহমান রাব্বির বর্তমান দলটি।

সর্বশেষ বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারায় তারা। তাই ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে একবার যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ। ব্লুমফন্টেইন ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

খেলাটি দেখা যাবে স্টার স্পোর্টস ১ এ। এছাড়া আইসিসি টিভিতে ফ্রিতে দেখা যাবে ম্যাচটি। গেল ডিসেম্বরে যুব এশিয়া কাপে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। 

সেই ম্যাচে মারুফ মৃধার দারুণ বোলিংয়ে ভারতকে ১৮৮ রানে বেঁধে ফেলেছিল বাংলাদেশ। পরে ৪ উইকেট ও ৪৩ বল হাতে রেখে ম্যাচটি জেতে মাহফুজুররা। 

এশিয়া কাপ শিরোপা জয়ী দলটিই এসেছে যুব বিশ্বকাপে খেলতে। তাই এই ভারত চেনা প্রতিপক্ষ। যুব পর্যায়ে ভারতের বিপক্ষে ২৬ ম্যাচ খেলে বাংলাদেশের জয় অবশ্য ৫ ম্যাচে। 

২০টি জিতেছে ভারত, একটি পন্ড হয়। তবে শেষ পাঁচ দেখায় বাংলাদেশ দুটি জিতেছে। যার একটি ছিল এই দক্ষিণ আফ্রিকারই পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল।

ভারতীয় খেলোয়াড়রা এই ম্যাচকে গুরুত্ব দিয়ে বলছেন, বাংলাদেশের বিপক্ষে জিততে পারলে পুরো টুর্নামেন্টের জন্য ভালো মোমেন্টাম পাবে তারা।

২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাত্র ১১১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে খেলা আরিফুল ইসলাম এবারও আছেন বিশ্বকাপ দলে। 

তবে এখন আরিফুল আরও পরিণত। ৩৭ যুব ওয়ানডেতে তার রান ১০৭১। সেঞ্চুরি আছে তিনটি, ফিফটি ছয়টি। সবশেষ যুব এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করেছেন আশিকুর রহমান শিবলি। 

তিন ইনিংসে করেছিলেন ২৫৫ রান। করেছিলেন সেঞ্চুরি। তাই এই দুজনের দিকে থাকবে বাড়তি নজর। বোলিং বিভাগে ১৭ বছর বয়সী রাফিউজ্জামান রাফি বেশ অভিজ্ঞ। ১৫ যুব ওয়ানডে খেলে তার শিকার ৩১ উইকেট। সম্প্রতি ৬ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট।

ভারতের আদর্শ সিং ও আর্শিন কুলকারনির গড় ঈর্ষণীয়। ৬ যুব ওয়ানডে খেলা আদর্শের গড় ৭৭.০০। আর ৫ ম্যাচ খেলা কুলকারনির গড় ৫১.৫। অবশ্য এ দুজনই বাংলাদেশের বিপক্ষে একটি করে ম্যাচ খেলে তেমন সুবিধা করতে পারেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে