শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ১১:২৮:৫১

বিপিএলে সাকিবের আর খেলা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা!

বিপিএলে সাকিবের আর খেলা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা!

স্পোর্টস ডেস্ক : চোখের সমস্যার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছেড়ে যেতে হচ্ছে সাকিব আল হাসানকে।

রংপুর রাইডার্সের হয়ে একটি ম্যাচ খেলা সাকিব এখনও ভুগছেন পুরনো সমস্যায়। চোট সারানোর উদ্দেশে এবার তাকে যেতে হচ্ছে দেশের বাইরে।

বিসিবি সূত্র চোখের সমস্যার কারণে সাকিবের দেশের বাইরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে ডাক্তার দেখানর পর জানা যাবে কবে মাঠে ফিরবেন তিনি। তাই বিপিএলের এবারের আসরে সাকিবের আর খেলা হবে কি না, তা নিয়েও আছে ধোঁয়াশা।

আগামীকাল রবিবার দুপুরে ১ টার ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করবেন বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে