স্পোর্টস ডেস্ক : গত ১৪ তারিখ চোখের রেটিনার সমস্যার জন্য ডাক্তার দেখাতে লন্ডনে গিয়েছিলেন সাকিব আল হাসান। সে সময় ডাক্তার তেমন কোনো সমস্যার কথা বলেননি। তাই ১৮ তারিখ রাতে দেশে ফেরেন সাকিব। দুঃসংবাদ, আজ আবারও তার চোখে সমস্যা দেখা দিয়েছে।
আজই বিপিএলের এবারের আসরে প্রথম ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। যেখানে ছিলেন সাকিবও। তবে ব্যাট হাতে করতে পেরেছেন কেবল ২ রান। যদিও বল হাতে ১৬ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। এরপর সাকিবের বিষয়ে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, এখনো চোখের সমস্যায় ভুগছেন সাকিব।
সোহান বলছিলেন, ‘দেখেন, সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় তিনি সেই জায়গা (চোখের সমস্যা) থেকে স্ট্রাগল করছেন শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে।’
সাকিবের চোখের সমস্যায় এবার তাকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বিসিবি। আগামীকাল দুপুর ১টার ফ্লাইটে দেশ ছাড়বেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এ কারণে মিস করতে পারেন বিপিএলের ঢাকা পর্ব। ঠিক কবে নাগাত মাঠে ফিরবেন তা এখনো জানা যায়নি।