মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৫৫:৫৫

বিশ্বকাপে ফাইনালে যাওয়ার ম্যাচে শ্রীলঙ্কাকে বিশাল টার্গেট দিয়ে ভারত

বিশ্বকাপে ফাইনালে যাওয়ার ম্যাচে শ্রীলঙ্কাকে বিশাল টার্গেট দিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক :  ব্যাটিংয়ে নামার পরেই বিপর্যয়ে পড়ে ভারত। ভারতের দরকার ছিল ঘুরে দাঁড়ানোর। আর কয়েকজন ব্যাটসম্যানের ব্যাটিংয়ে ঠিকই ঘুরে দাঁড়ায় ভারত।

যুবাদের বিশ্বকাপে মাঠের কন্ডিশনে শ্রীলঙ্কাকে বিশাল টার্গেট দিয়েছে ভারত। ভারতের পক্ষে আলমতপ্রিত সিং করেন ৭২ রান।

দলের মিডল অর্ডারে ব্যাটিং করতে নামা ক্রিকেটাররা ব্যাট করেন টি-টোয়েন্টি স্টাইলে। এর সুবাধে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় ভারত।

আরমান জাফর ১৬ বলে করেন ২৯ রান। ড্যাগার ১০ বলে করেন ১৭ রান। শেষের দিকে দ্রুত রান সংগ্রহের কাজটা সফলভাবে করে ভারত।

সরফরাজ খানের ৫৯ ও সুদারের ৪৩ রানের ইনিংস দলকে ভালো সংগ্রহের ভিত গড়ে দেয়। লঙ্কান বোলারদের মধ্যে ৪টি উইকেট শিকার করেন ফার্নান্দো। দুটি করে উইকেট শিকার করেন নেমিশ ও কুমারা।

আর ১ উইকেট হাতে রেখে ৫০ ওভার খেলা শেষে দলের রান সংগ্রহ হয় ২৬৭। ফাইনালের যাওয়ার জন্য এই রানই লঙ্কানদের সামনে বিশাল চ্যালেঞ্জ।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন দল সবার আগে ফাইনাল নিশ্চিত করে সেটি দেখার জন্য এখন অধীর অপেক্ষা সবার।
৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে