স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ২০১৫ সালে বিশ্বকাপ জয়ীরা এবারও শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে।
অনেক গ্রেট গ্রেট ক্রিকেটারকে দলে নিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। অসি ক্রিকেট বোর্ড ম্যাথিউ ওয়েডকে দলে নেয়নি।
অ্যারন ফিঞ্চকে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। স্টিভেন স্মিথের কাঁদেই দেয়া হয়েছে অধিনায়কের ভার।
দেখে নিন বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, জস হেইজেলউড, উসমান খাওয়াজা, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, অ্যান্ড্রু টাই, শেন ওয়াটসন ও অ্যাডাম জাম্পা।
প্রসঙ্গত, এ পর্যন্ত পাঁচ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ হলেও শিরোপা জিততে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশ যখন এই আসরের জন্য সপথবদ্ধ তখন শিরোপা জয়ের হুমকি অস্ট্রেলিয়ার।
৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর