স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে জয় পেয়ে ফাইনালে যাওয়ার আগে টাইগার ক্রিকেটাররা ছুটে যান পথশিশুদের কাছে।
প্রথমবারের মত বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে বিশ্বকাপ। হাতছানি দেয়া এই বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে মরিয়া টাইগার বাহিনী।
অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এই লক্ষ্যে দোয়া চেয়েছেন সবার কাছে। মিরাজরা সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে দেখান নতুন চমক।
দেশের পথশিশুরাও যে গুরুত্বপূর্ণ অংশ সেটা দেখিয়ে দিলেন তারা। সুবিধাবঞ্চিত শিশুদের কাছে গিয়ে দোয়া চেয়েছেন তারা।
সম্প্রতি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হয় অনুর্ধ্ব-১৯ দল। আইসিসি ও ইউনিসেফের আয়োজনে এই অনুষ্ঠানে বিশ্বকাপের জন্য টাইগাররা দোয়া চান পথশিশুদের কাছেও।
৯ ফেব্রুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর