বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ০১:১১:৫৯

যা অকপটে স্বীকার করে নিলেন লিটন দাস

যা অকপটে স্বীকার করে নিলেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের মতো লিটন দাসও প্রশ্ন পছন্দ না হলে ছেড়ে কথা বলেন না। সংবাদ সম্মেলনে কখনো উত্তেজিত হন, কখনো প্রশ্নের পিঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। 

গতকাল একদম ব্যতিক্রম লিটন। প্রশ্নবানে তাকে যতই কোণঠাসা করার চেষ্টা করা হলো না কেন, সবকিছু সাবলীলভাবে সামলালেন তিনি। তবে সাবলীল হচ্ছে না তার ব্যাটিং। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম মৌসুমে অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিটন। নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে তার দল শেষ ওভারে গিয়ে ম্যাচ জিতেছে, যা টুর্নামেন্টের প্রথম জয় কুমিল্লার।

তবে লিটনের ব্যাট যেন হাসতে ভুলে গেছে। আগের ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ১৯ বলে ১৩ রান করা লিটন কাল করেন ১৯ বলে ১৪ রান।

তার অফ ফর্ম নিয়ে প্রশ্ন তুললে অকপটেই স্বীকার করলেন, ব্যাট হাতে ছন্দ নেই তিনি। লিটন বলেন, 'নাহ, অবশ্যই পারছি না।

আমি যে ধরনের ব্যাটিং করি, শেষ দুই ম্যাচে একটুও পারিনি। তবে চেষ্টা করছি। অনুশীলন করছি। দেখা যাক, কী হয়।'

অধিনায়কত্ব ব্যাটিংয়ের ওপর প্রভাব ফেলছে কি না এমন প্রশ্নে বললেন, 'একটা ফ্র্যাঞ্চাইজি লিগে যখন অধিনায়কত্ব করবেন একটি বড় দলের হয়ে, এরকম কিছু ম্যাচ থাকে অবশ্যই যে জিততে হবে,, সবাই চায় জিতরে।

বড় ইভেন্টে, বড় দলের সঙ্গে একটু চাপ তা থাকবেই। তবে এটা এমন নয় যে অধিনায়কত্ব প্রভাব ফেলছে। আমি পারছি না, এটা আমার ব্যর্থতা। চেষ্টা করছি, কোনোভাবে হয়তো বের হয়ে যাব এখান থেকে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে