স্পোর্টস ডেস্ক : গত বছরের ডিসেম্বরে কিডনিতে সমস্যা ধরা পড়ে লিওনেল মেসির। এক দিকে পেটে অন্যদিকে ফুটবল লড়াই চালিয়ে যান লিওনেল মেসি।
কয়েকদিন আগে নতুন বছরের প্রথম হ্যাট্টিক করেন মেসি। এর পরে তার কিডনির সমস্যা ফের অনুভূত হয়। এর আগে অবশ্য মেসির কিডনি থেকে পাথর অপসারন করা হয়।
এখানে ফের ব্যথার কারণে গত সোমবার অনুশীলন করতে পারেননি তিনি। মঙ্গলবারও মাঠের বাইরে থাকবেন তিনি।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, এটি সাধারন সমস্যা। নিছক পেটের ব্যথাই। বার্সার বিবৃতিতে জানানো হয় বুধবার থেকে মাঠে নামতে পারবেন মেসি।
মেসির কিডনিতে নতুন করে কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা এই বিষয়ে বার্সা জানায়, কিডনিকে সমস্যা হলে এর প্রভাব পড়ে মূত্রনালিতে। কিন্তু এটা এ ধরনের কোনো সমস্যা নয়।
৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর