স্পোর্টস ডেস্ক: ড্র কিংবা হারলেও সমস্যা নেই। তবে সমীকরণটা সহজ করতে হলে জয়টা জুরুরি। মাত্র এক ম্যাচ জিতলেই চলমান সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল।
মঙ্গলবার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ‘বি’গ্রুপের এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে।
তবে প্রতিপক্ষ ভুটানের জন্য আজকের ম্যাচটি বাঁচামরার। প্রথম ম্যাচে নেপালের হেরে খানিকটা মানসিক দূর্বলতায় ভুগছে ভুটানিরা। তাই কোনভাবেই বাংলাদেশের বিপক্ষে হারের প্রশ্নই নেই তাদের।
জয়ের ব্যাপারে ভুটানের একটা সুযোগ থাকতে পারে। কারণ সম্প্রতি বাংলাদেশের ফুটবলাররা উল্লেখ্যযোগ্য কোন ভালো চমক দেখাতে পারছে না। সাফ ফুটবলে ব্যর্থতার পর ঘরের মাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপেও ভাল করেনি বাংলাদেশ।
গত আসরে চ্যাম্পিয়ন হিসেবে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ দল। দীর্ঘ ১১ বছর পর ২০১০ সালে আবার এসএ গেমস ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের পুরুষ দল। তারা ফাইনালে আফগানিস্তানকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল। এর মাঝে দুটি এসএ গেমস চলে গিয়েছিল। কিন্তু দেশের মাটিতে দারুণ কিছু সাফল্য পায় বাংলাদেশ। এরপর আর এসএ গেমস অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবার গুয়াহাটি পৌঁছে তিনদিন অনুশীলন করেই নিজেদের প্রস্তুত করতে হয়েছে। এবার পরিস্থিতিটা বেশ সহজ হয়ে গেছে। ভুটানকে হারালেই সেমিতে বাংলাদেশ।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর