স্পোর্টস ডেস্ক : যুবাদের বিশ্বকাপের পরই দেশের মাটিতে শুরু হচ্ছে এশিয়াকাপের আসর। আর মাত্র ১৩ দিন পরেই শুরু হচ্ছে এশিয়াকাপ।
তামিম ইকবাল এশিয়াকাপে খেলবেন না বলে একটি গুঞ্জন ছিল। আর এটাই এখন সত্যি হতে যাচ্ছে। কয়েকদিন আগে এশিয়াপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ।
দলে ছিলেন তামিম ইকবাল। কিন্তু তার খেলার সম্ভাবনা রয়েছে কেবল শেষের দিকে। আর ওপেনিংয়ে তার যায়গায় দেখা যাবে ইমরুল কায়েসকে।
জাতীয় দলের কোচ হাতুরুসিংহে এমন তথ্য দিয়েছেন এক সাক্ষাৎকারে। বিসিবির নির্বাচক ফারুক আহমদও বলেছেন লংগার ভার্সনে খেলা ইমরুল কায়েসের কথা।
দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে ইমরুলকে রাখা হচ্ছে। আর তামিমের যায়গায় এই হার্টহিটারকে দেখার কথা সৌম্য সরকারের সাথে ওপেনিংয়ে মাঠ কাঁপাতে।
৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর