বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ০৬:১৬:৫৩

শুরুতেই জুটির নতুন রেকর্ড গড়েছেন অশ্বিন-জাদেজা

শুরুতেই জুটির নতুন রেকর্ড গড়েছেন অশ্বিন-জাদেজা

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের শুরুতেই জুটির রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। 

হায়দরাবাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করে ইংল্যান্ড। কোনো উইকেট না হারিয়ে ৫৫ রান করেন দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। এরপর মাত্র ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় সফরকারীরা।  

একটা পর্যায়ে ৩ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১২১ রান। এরপর ফের ব্যাটিং বিপর্যয়। মাত্র ৩৪ রানের ব্যবধানে নেই ৪ উইকেট। দলের এমন ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৪৬ রানে অলআউট হয় ব্রিটিশরা।

দলের হয়ে ৮৮ বলে ৬টি চার আর তিন ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক বেন স্টোকস। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। তারা টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। 

আগে এই রেকর্ড ছিল অনিল কুম্বলে ও হরভজন সিংয়ের। দুজনের মোট উইকেট সংখ্যা ৫০১। এদিন অশ্বিন-জাদেজা জুটির উইকেটসংখ্যা দাঁড়ায় ৫০২। ভারতের হয়ে এ তালিকায় ৩ নম্বরে আছেন হরভজন-জহির খান জুটি। তাদের উইকেট সংখ্যা ৪৮৪টি। 

টেস্টে একসঙ্গে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের। গত বছর জুলাইয়ে ব্রড অবসর নেওয়ার আগে এই জুটি ১৩৮ ম্যাচে নিয়েছেন মোট ১০৩৯ উইকেট। শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা জুটি ১০৪ টেস্টে ১০০১ উইকেট নিয়ে দ্বিতীয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে