স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। খেলার মাঠে ভালো পারফরম্যান্স ছাড়াও মাঝে মাঝে বিজ্ঞাপন চিত্রে সরব উপস্থিত লক্ষ্য করা যায় দেশীয় এই খেলোয়াড়কে। তবে এবার এক কোম্পানির সুবাধে মুশফিক তার ভক্ত-সমর্থকদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।
সম্প্রতি ভক্ত সমর্থকদের উদ্দেশ্য করে মুশফিক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেছেন, ‘আমার সাথে দেখা করতে চান? খুব শিগগিরই আমি আসছি আপনাদের সাথে দেখা করতে। সাথে থাকছে আপনাদের জন্য দারুন একটি স্পেশাল ডিনার জিতে নেবার সুবর্ণ সুযোগ। যেখানে আপনাদের সাথে দেখা করতে উপস্থিত থাকবো আমি মুশফিকুর রহিম।
মুশফিক তার সঙ্গে দেখা করার জন্য ভক্তদের একটি ধাপ ফলো করার জন্য বলেন।
ধাপ গুলো হলো :
ভিজিট করুন http://bit.ly/Daraz-Bangladesh এবং দারাজ থেকে করুন সর্বনিম্ন ২,৯৯৯ টাকার শপিং এবং অর্ডার নম্বরটি শেয়ার করুন এই পোস্টে কমেন্টের মাধ্যমে।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর