মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১১:২৫

নতুন বিজ্ঞাপনচিত্রে কাটার গুরু মুস্তাফিজ

নতুন বিজ্ঞাপনচিত্রে কাটার গুরু মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:  খেলার মাঠে মুস্তাফিজ যতটা চঞ্চল, ক্যামরার সামনে ততটা শান্ত। তারপরও তারকা বলে কথা। মাঝে মাঝে একটু আধটুকু ক্যামরার সামনে দাঁড়াতে হয় তাকে।

তবে এরইমধ্যে বাংলাদেশের দু’একটি বিজ্ঞাপনে দেখা গেছে দেশ সেরা এই বোলারকে। বর্তমানে জনপ্রিয় চুইংগাম ‘সেন্টার ফ্রেশ’ চুইংগামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে তাকে। আর সেই সুবাধে এবার প্রতিষ্ঠানটির আরেকটি নতুন বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে দেখা যাবে মুস্তাফিজকে।

এ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন গোলাম হায়দার কিসলু। সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যায়নের কাজ সম্পন্ন হয়েছে।

এ সিরিজের প্রতিটি বিজ্ঞাপনে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যাবে অভিনেতা মাহাদী হাসান পিয়ালকে।

নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগির বিজ্ঞাপনচিত্রটি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে