মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৩:০৬

বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দলটির নাম জানা গেল

বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দলটির নাম জানা গেল

স্পোর্টস ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে একটি দেশ। টাইগারদের লড়াই করতে হবে এ দেশটির সাথে।

বাংলাদেশ যখন সেমিফাইনালের বাধা অতিক্রম করেনি তখনই জানা গেল ফাইনালে তাদের প্রতিপক্ষ দেশটির নাম।

মিরপুরে ফাইনাল নিশ্চিত করার জন্য মাঠে নামে ভারত ও শ্রীলঙ্কা। ভারতের শুরুটা মোটেই ভালো হয়নি। কিন্তু ভাগ্য সাথে ছিল ভারতের।

ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে বিশাল টার্গেট দেয় ভারত। আর ব্যাটিং নেমে শ্রীলঙ্কা অলআউট হয় ১৭০ রানে। ৪২ ওভারে থামে শ্রীলঙ্কার সব চেষ্টা।

৯৭ রানের বিশাল জয়ে যুব বিশ্বকাপে ফাইনালে যায় দ্রাবিড়ের ভারত। টাইগাররা ফাইনালে গেলে এই ভারতের বিপক্ষে হবে মহালড়াই।
৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে