মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৯:৫৫

মুস্তাফিজ ও মাশরাফি প্রসঙ্গে বিদেশি মিডিয়াকে যা বললেন বাংলাদেশের কোচ

মুস্তাফিজ ও মাশরাফি প্রসঙ্গে বিদেশি মিডিয়াকে যা বললেন বাংলাদেশের কোচ

স্পোর্টস ডেস্ক : বিশ্ববিখ্যাত মিডিয়ায় বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গ নিয়ে বড় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশের বোলিং কোচ হিথ স্টিক সাক্ষাৎকার দিয়েছেন ইএসপিন ক্রিকইনফোকে।

অস্ট্রেলিয়া বাংলাদেশে আসছে আর কয়েকদিন পরেই। এ নিয়ে মূলত এই ওয়েবসাইটটি সাক্ষাৎকার নেয় তার। বাংলাদেশের দুই শীর্ষ বোলার মুস্তাফিজ ও মাশরাফিকে নিয়ে কথা বলেন তিনি।  

মুস্তাফিজকে বাংলাদেশের সেরা অবিষ্কার হিসাবে উল্লেখ করেন হিথ স্টিক। রুবেলকে মনমুগ্ধকর হিসাবে উপমা দিয়ে বাংলাদেশের এই কোচ বলেন তার বলে চমৎকার পেস।

বাংলাদেশের ক্রিকেটের নানা প্রসঙ্গ জানান তিনি। স্টিক মাশরাফিকে নিয়ে বলেন, তিনি সফল আক্রমণাত্মক বোলার। বোলিং আক্রমণের মাধ্যমে দলকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন তিনি।

বাংলাদেশের এই কোচ বলেন, আমরা ক্ষুদার্ত। সাফল্য পেতে চাই। টেস্টে সাফল্য পাওয়া নিয়ে তিনি বলেন, ওয়ানডেতে বাংলাদেশ সফল। এটাকে টেস্টে প্রবাহিত করতে হবে।  

বাংলাদেশ এ দলের সাথে ভারত সফররত দলের বোলিং কোচ হিথ স্টিক সাক্ষাৎকারে এসব কথা বলেন। বাংলাদেশের মত উদীয়মান শিবিরের সাথে থাকতে পেরে তিনি গর্বিত বলেও জানান এই কোচ।
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর   
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে