মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:০৪:৩৩

টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান।

এর আগে দুই উদ্বোধনী ব্যাটস্যাম জেসি রয় ও অ্যালেক্স হালস দেখে শুনে খেলতে থাকে। তবে এই দুজনের মধ্যে শুরু রয় শুরু থেকেই মারমুখী ভূমিকায় ছিলেন। দলীয় ৩৬ রানের মাথায় রান আউট হওয়ার আগে রয় ৪টি বাউন্ডারি হাকিয়ে করেন ২০ রান। এখন ক্রিজে রয়েছেন হালস (১৩) এবং জো রুট (১) রানে।  
০৯ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে