মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:০৭:৩৯

টাইগারদের ইচ্ছে ফাইনালে খেলা

টাইগারদের ইচ্ছে ফাইনালে খেলা

স্পোর্টস ডেস্ক: ১১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনাল পর্ব। ওই দিন দুই ম্যাচের এক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে  সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ানদের হোয়াইটওয়াশ করেছিল যুব টাইগাররা। তাই সেমিফাইনাল জেতার স্বপ্নটা একটু বেশিই উঁকি দিচ্ছে বাংলাদেশের।

আজ দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হোন যুব দলের সহ অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

সাংবাদিকদের তিনি বলেন, ‘এর আগেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কয়েকটি ম্যাচ খেলাতে তাদের বিপক্ষে পরিকল্পনা করা আমাদের জন্য তুলামূলক সহজই হবে। ওদের  ভিডিও দেখেছি । এ ছাড়া ওদের দলের বেশিরভাগই খেলোয়াড় আমরা চিনি। বলতে গেলে এটা আমাদের জন্যে বাড়তি সুবিধা। এর আগে আমরা যেভাবে খেলে এসেছি, আমাদের ওই ধরনের ক্রিকেটই খেলতে হবে। তবে আমারা পরিকল্পনা অনুযায়ী খেলব। সেমিতে বাড়তি কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নামব না। আমরা স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।’

 শুরুর খানিকটা ঝিমিয়ে থাকলেও মূল টুর্নামেন্টে বেশ ঘুরে দাঁড়িয়েছে  ক্যারিবীয়ানরা। বিশেষ করে ওদের পেস আক্রমণভাগ যারপরনাই শক্তিশালী বলা যায়। তাই সেমিফাইনালে মিরাজ বাহিনীর চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ক্যারিবীয়ান পেস আক্রমণ।

বিষয়টি নিয়ে শান্ত বলেন,‘সেমিফাইনালের মতো বড় ম্যাচ যারা চাপমুক্ত খেলবে তারাই জিতবে। ওয়েস্ট ইন্ডিজির সঙ্গে আমরা ভালো খেলেছি। কিন্তু সেটা এখন অতীত। ওদের পেস বোলিংয়ে শেষ কয়েকদিন ধরে খুব ভালো করছে। তবে আমরাও ভালো ব্যাটিং করছি পেস বোলিংয়ের বিপক্ষে। আসল কথা হলো, সেমিফাইনালের মত একটি জায়গায় যে দল মানসিকভাবে শক্ত থাকবে ভালো করবে তারাই শেষ পর্যন্ত জিতবে।
তবে সর্বোপরি তিনি জানান, “আমাদের ইচ্ছে আছে ফাইনালে খেলার। সবারই আছে। তবে এই মুহূর্তে আমরা ফাইনাল নিয়ে চিন্তা করছি না। আমরা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে চিন্তা করছি। ফাইনালে কে আসবে না আসবে; কি হবে না হবে, এগুলো নিয়ে চিন্তা করছি না।”
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে