স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি বেশি পরিচিত তার আক্রমণাত্মক ব্যাটিং ভঙ্গির এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্রুততম শতকের জন্য। তিনি এক ওভারে করেছিলেন ৩২ রান, যা একদিনের আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে ২য় সর্বোচ্চ স্কোর।
তাছাড়াও তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার কৃতিত্ব অর্জন করেন। আফ্রিদি নিজেকে একজন ব্যাটসম্যানের চেয়ে বেশি বোলার মনে করেন। তিনি টেস্ট ৪৮টি ও ওয়ানডেতে ৩৪৮টির বেশি উইকেট নিয়েছেন। এছাড়া তিনি টেস্টে ৫টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি এবং ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরি করেছেন।
পাক্কা এই অলরাউন্ডারের মতো আরও একজন অলরাউন্ডারের সন্ধান পেয়েছে পাকিস্তান। চলতি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে হাসান মহসিন নামের এই অলরাউন্ডার আজ প্লে অফ সেমিফাইনালে ব্যাট হাতে করেছেন ১১৭ রান ও বল হাতে নিয়েছেন ৪টি মূলবান উইকেট। নেপালের বিরুদ্ধে তার এই কাশিমাতে দল জয় পেয়েছে ১২২ রানে। বিশ্লেষকরা মহসিনের মধ্যই আগামী দিনের আফ্রিদীর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন।
০৯ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম