স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই যুব বিশ্বকাপের সেমিফাইনারে চলে যাবে বাংলাদেশ। তবে বাংলাদেশ দলের সাবেক কোচ ও অনূর্ধ্ব-১৯ দলের বর্তমান পরামর্শক স্টুয়ার্ট ল’র ভাবনায় আগে সেমিফাইনাল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যদি আমরা দিন শেষে ফলাফলের চিন্তা করি এবং খুঁজে ফিরি যে আমাদের আরো কি করা উচিত, তাহলে আমরা নিজেদেরকের টুর্নামেন্টে প্রমাণিত করতে পারবো। আমরা কাপ জেতার কথা বলছি না। আমরা বলছি বৃহস্পতিবার কিভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদেরকে তৈরি রাখবো। আমরা ফাইনাল নিয়ে চিন্তিত নই, আমাদের চিন্তায় আগে বৃহস্পতিবার।’
তিনি বলেন, ‘আমি ছেলেদের নিয়ে অত্যন্ত গর্বিত। গত দুই বছর ধরেই তারা কঠোর পরিশ্রম করে চলেছে। তারা সবসময়েই তৈরি। ভালো ক্রিকেট খেলাটায় গর্বের বিষয়। এটা ট্রফি জয়ের ব্যাপার নয়, সবকিছু ঠিকভাবে করার ব্যাপার। প্রত্যেকদিন এটুকু নিশ্চিত করা যে, আমরা জয়ের ব্যাপারে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছি।’
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর