মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:০৮:২৬

মিরাজদের অনুপ্রেরণা মাশরাফিরা

 মিরাজদের অনুপ্রেরণা মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের টেকনিক্যাল উপদেষ্টা স্টুয়ার্ট লয়ের ভাষ্যমতে, বড়দের মতোই দারুণ কিছু করতে চায় যুব দল।

মঙ্গলবার বিসিবি একাডেমি মাঠে অনুশীলণ শেষে স্টুয়ার্ট ল আরো যোগ করেন, সাফল্যের পথে মিরাজদের এগিয়ে চলায় নিরন্তর অনুপ্রেরণা মাশরাফিদের সাফল্য।

তিনি বলেন, “ তরুণ টাইগাররা ওদের নায়কদের (মাশরাফিদের) মতোই সাফল্য পেতে চায়। ছেলেরা কঠোর পরিশ্রম করছে লক্ষ্য পূরণে, আমরা খুব সতর্ক পদক্ষেপে এগোচ্ছি।”

বিশ্বকাপ আসরে প্রথম বারের মতই সেমি-ফাইনালে উঠতে পারাই অবশ্য যুব বিশ্বকাপে বাংলাদেশের সবসময়ের সেরা সাফল্য। আর তাতে যারপরনাই খুশি তিনি। বলেন, “ছেলেদের খেলাতে আমি দারুণ গর্বিত। আমি এখানে আসার আগে থেকেই দল কঠোর পরিশ্রম করে আসছে, দুবছর ধরে দলটাকে গড়ে তুলেছে কোচিং স্টাফরা, ছেলেদেরকে প্রস্তুত করতে তারা সবসময় চেষ্টা করে আসছে। ছেলেরা যে ক্রিকেট খেলেছে, সেটা গর্ব করার মতই।”
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে