মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:০৯:৪৮

প্রীতির দলে এবার নতুন অধিনায়ক

প্রীতির দলে এবার নতুন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বলিউড হিরোইন প্রীতি জিনতার কিংস ইলেভেন পঞ্জাব দলের নেতৃত্ব দেবেন নতুন এক ক্রিকেটার। আইপিএলের নবম আসরে চতুর্থ আইপিএল থেকে এই দলের সঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে অধিনায়ক ঘোষণা করেছে পঞ্জাব দল।

প্রীতি এবার ভরসা রাখলেন মিলারের উপরই। নতুন দায়িত্ব পেয়ে খুশি এই ব্যাটসম্যান। বলেন, ‘‘আমি এই দায়িত্ব পেয়ে গর্বিত। আমার ওপর ভরসা রাখার জন্য আমি ফ্র্যাঞ্চাইজি মালিকদের ধন্যবাদ জানাই।’’

আইপিএল নিলামে বেশ ভালই দল গড়েছে পঞ্জাব। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া হয়েছে দল।

দল সম্পর্কে মিলার বলেন, ‘দারুণ দল হয়েছে এবার পঞ্জাবের। যেখানে অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছে আবার নতুন মুখ রয়েছে। যাদের নিজেদের প্রমাণ করার ইচ্ছে থাকবে। আমি এই দল নিয়ে এগিয়ে যেতে তৈরি।’’ দলের কোচ সঞ্জয় বাঙ্গারও ডেভিড মিলারকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত।
০৯ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে