মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৫৩:৩০

সামি বড্ড ক্লান্ত

সামি বড্ড ক্লান্ত

স্পোর্টস ডেস্ক: ভারতের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সোমবার ভারতীয় দলের প্র্যাক্টিস চলছিল। নেটে বল হাতে দাপিয়ে বেড়াচ্ছেন যশপ্রীত বুমরা-ভুবনেশ্বর কুমাররা। বুমরা কখনও নিখুঁত ইয়র্কারে রোহিত শর্মাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছেন। ভুবনেশ্বর আবার সুইংয়ে পরাস্ত করছেন শিখর ধাওয়ানকে।

যিনি চোট পাওয়ায় অস্ট্রেলিয়া সফরে প্রথমে ভুবনেশ্বর ও পরে বুমরার সামনে জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল, সেই মুহাম্মদ সামি তখন পুণে থেকে প্রায় সাড়ে আটশো কিলোমিটার দূরের শহর বেঙ্গালুরুতে। ভারতীয় ক্রিকেটারদের দেখার জন্য পুণেতে সমর্থকদের ভিড়।

কিন্তু বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মুহাম্মদ সামি একাকী। বোর্ডের ফিজিও অ্যান্ড্রু লিপাসের তত্ত্বাবধানে নিজেকে ফিট করে তুলতে লড়াই চালাচ্ছেন তিনি।

সোমবার সকালে কলকাতা থেকে উড়ে এসে বেঙ্গালুরুতে পৌঁছেই প্র্যাকটিসে যোগ দেন তিনি। ফিজিও-র পরামর্শ মতো হ্যামস্ট্রিংয়ের জোর ফিরে পেতে ওয়েট ট্রেনিং শুরু করে দিয়েছেন।
হাঁটুর অস্ত্রোপচারের পর ফের চোট। এবং এবারও সেই অস্ট্রেলিয়ায়।

পার্থে ভারতীয় দলের নেটে বোলিং করার সময়। অস্ট্রেলিয়া সফর কি তাহলে অভিশপ্ত হয়ে দাঁড়াল? সোমবার সকালে কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে বিমানে বসেই বাংলার পেসার বলছিলেন, ‘‘না, না। এটা কাকতালীয় ঘটনা যে দু’বারই অস্ট্রেলিয়ার মাটিতেই চোট পেলাম। তবে সেটার জন্য আমি অস্ট্রেলিয়াকে অভিশপ্ত বলব না। বিশ্বকাপে তো ওখানেই আমি ভারতের সফলতম বোলার হয়েছিলাম।’’

তবে শারীরিক যন্ত্রণার চেয়েও সামির কাছে বেশি কষ্টকর মানসিক লড়াইটা। ২৫ বছরের ডানহাতি পেসার বলছেন, ‘‘হাঁটুর অস্ত্রোপচারের পর প্রায় সাড়ে আট মাস বাইরে ছিলাম। বাংলার হয়ে যখন বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেললাম, মনে হল যেন এতদিনে নিজের জগতে ফিরেছি।
কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট ফের সব কিছু ওলট-পালট করে দিয়েছিল। আমার কাছে এটা একটা বড় মানসিক ধাক্কা ছিল।’’ ভেবেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের দলে ডাক পাবেন? সামি বলছেন, ‘‘নিজের ওপর আমার আস্থা কোনওদিনও কমেনি। জানতাম, ঠিক ফিরে আসব। নির্বাচকেরা নিশ্চয়ই ফিজিও-র সঙ্গে কথা বলে খুশি হয়েছেন। আমি মোটেও অবাক হইনি।’’
০৯ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে