স্পোর্টস ডেস্ক: `হেই গার্লস! ডু ইউ ওয়ানা ডান্স উইথ মি? আই অ্যাম সিঙ্গল ৷ লেটস ডান্স৷’
মুম্বইয়ের পাঁচতারা হোটেলের নাইট ক্লাবে ঠিক এভাবেই জনসম্মুখে ঘোষণা দিলেন ভারতের জনপ্রিয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। এক বন্ধুর বার্থ ডে ডান্স ফ্লোরে উঠেই নিজেকে ‘মুক্ত' বলে ঘোষণার সঙ্গে সঙ্গেই উপস্থিত এক ঝাঁক তরুণী এসে সায় দিলেন তার কথায়। তবে ওই মুর্হূতে তরুণী পরিবেষ্টিত বিরাট ছিলেন নাচে ব্যস্ত।
গত সপ্তাহে টুইটার, ইনস্টাগ্রামে অনুষ্কাকে ‘আনফলো’র পর বিরাটের এমন ঘোষণা দেখে বোঝাই যাচ্ছে কষ্টটা মেনে নিয়েছেন বিরাট।
বিরাট-আনশকার এমন বিচ্ছেদের কারণ হিসেবে জানা যায় আনুশকা বেশ খবরদারি দেখাতো বিরাটের ওপর। তাছাড়া সবারই জানা বিরাট খেলার মাঠে কেমন আচরণ করেন। তার ওপর আনুশকার খবরদারি।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর