মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৩:৩১

আইপিএলে নিয়োগ পেলেন টাইগারদের কোচ

আইপিএলে নিয়োগ পেলেন টাইগারদের কোচ

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের গুজরাট লায়ন্সের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন টাইগারদের বর্তমান বোলিং কোচ হিথ স্ট্রিক। এছাড়া দলটির প্রধান কোচের দায়িত্ব পেলেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা ক্রিকেটার ব্রাড হজ।

রাজকোটের এই ফ্রাঞ্চাইজিটি তাদের দলের অধিনায়ক করেছেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান সুরেশ রায়নাকে।

প্রসঙ্গত, এই বছরের জুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে স্ট্রিকের। তার আগে মাশরাফি-মুস্তাফিজদের নিয়ে কাজ করবেন ৪৫০ দিন। বর্তমানে জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন স্ট্রিক।

৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে