মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২৮:২২

ইরফান পাঠানকে বিয়ে করে মডেল থেকে রাতারাতি হিজাবধারী

ইরফান পাঠানকে বিয়ে করে মডেল থেকে রাতারাতি হিজাবধারী

স্পোর্টস ডেস্ক: ভারতীয় জাতীয় ক্রিকেট দলের এক সময়ের অলরাউন্ডার ও বর্তমান আইপিএল কাঁপানো তারকা ইরফান পাঠান সম্প্রতি সাফা বেগ নামের সৌদি আরবের এক মেয়েকে বিয়ে করেছেন। বিয়ের পর তিনি স্বস্ত্রীক একটি সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন।

ইরফান পাঠানের ওই ছবি পোষ্টের পরই শুরু হয় সমালোচনার ঝড়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ইরফান ও সাফার মধ্যে দু’বছর ধরে সম্পর্ক চলছিল। সৌদি আরবের জনপ্রিয় মডেল সাফা বেগ পাঠানের ঘরণী হওয়ার দিনদুয়েকের মাথায়ই যেন পাল্টে গেছেন।

জানা গেছে, ইরফানের স্ত্রী মডেলিংয়ের পাশাপাশি একটা জনসংযোগ সংস্থাতেও কাজ করেন। সৌদি আরবেই নাকি তাদের দু’জনের পরিচয় হয়।

দুই পরিবারের সম্মতিতেই তিনমাস আগে বাগদান পর্ব সম্পন্ন হয় ইরফান-সাফার। তখনই নাকি বিয়ের দিন পাকা হয়ে যায়। তবে, এই খবরটা বেমালুম চেপে গিয়েছিলেন ইরফান।

গত বৃহস্পতিবার মক্কায় তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারেন।
০৯ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে