মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২৯:৫৩

হঠাৎ আফ্রিদি বাহিনীর টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত

হঠাৎ আফ্রিদি বাহিনীর টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক: টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র এক মাস। এবারের আসরটি অনুষ্ঠিত হবে ভারতে মাটিতে। কিন্তু হঠাৎ আসন্ন এই বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের অংশগ্রহণ অনিশ্চকতায়র মুখে পড়েছে।

পাকিস্তান অবশ্য এখন পর্যন্ত ‘বিশ্বকাপ খেলব না’ এ কথা বলেনি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলছে, এই বিশ্বকাপে আফ্রিদির দলকে দেখা যাওয়ার শতভাগ নিশ্চয়তা এখনো নেই। আর পিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, খেলোয়াড়দের ভারতে পাঠানো এখনো নিরাপদ মনে করছে না তারা।

পিসিবি চেয়ারম্যান শাহরিয়ারের দাবি, আইসিসির সভায় পাকিস্তানকে আশ্বস্ত করা হয়েছে, ভারতে সম্ভব না হলেও পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হতে পারে।

শাহরিয়ার বলেছেন, ‘কিছু সদস্য এই ব্যাপারটি উত্থাপন করেছে, যদি আমাদের সরকার ভারতে গিয়ে খেলার অনুমতি না দেয়, তখন দুবাই, শারজা কিংবা কলম্বোর মতো নিরপেক্ষ ভেন্যুতে আমাদের ম্যাচগুলো হতে পারে। আমি এটা পরিষ্কার করেই বলেছি, যেহেতু গত ডিসেম্বরে ওরা আমাদের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি ওদের সরকার রাজি হয়নি বলে, এ কারণে দেখতে হবে আমাদের ব্যাপারে আমাদের সরকার কী বলে।’

প্রসঙ্গত, ভারতীয় রাজনীতির কিছু ধর্মীয় উগ্রবাদী সংগঠনের কারণে দেশটিতে পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন আছে। নিরাপত্তার কারণে কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ থেকে আম্পায়ার আলিম দারকে সরিয়ে নিতে হয়েছিল। ইন্ডিয়ান হকি লিগ খেলতে থাকা পাকিস্তানি খেলোয়াড়দেরও লিগের মাঝপথে ভারত ছাড়তে হয়েছিল।

তবে এই নিরাপত্তার চেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আসলে ভারতের পাকিস্তানের সঙ্গে সিরিজটি না খেলাই। সিরিজটি আয়োজন করতে মরিয়া পিসিবি ম্যাচের সংখ্যা কমিয়ে শ্রীলঙ্কাতেও আয়োজনের চেষ্টা করেছিল। কিন্তু সে সময় ভারত সরকার অনড় অবস্থানে ছিল। তবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না পারার শোধটা পাকিস্তান কি বিশ্বকাপের ওপরেই নিতে যাচ্ছে?

০৯ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে