স্পোর্টস ডেস্ক: সাউথ এশিয়ান গেমসের আজকের দিনে বাংলাদেশি মেয়েরা শক্তিশালী মালদ্বীপকে ২-০ গোলে উড়িয়ে খুশির জোয়ারে ভাসিয়েছে বাংলাদেশকে। আর ঠিক উল্টোদিকে ছেলেরা দুর্বল ভুটানকে পেয়েও ১-১ গোলে ড্র করে মাথা নুইয়ে মাঠ ছেড়েছে।
মালদ্বীপের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই কমপক্ষে তিন চারবার গোলের সুযোগ পেলেও স্ট্রাইকারের ব্যর্থতায় সে সুযোগ হাতছাড়া করে বাঘিণীরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ ৪৭ মিনিটের মাথায় দেশের হয়ে প্রথম গোল করেন মার্জিয়া। এর মিনিট দশেক পরেই আরেকটি সুযোগ হাতছাড়া করে তারা। তবে খেলার ৭৩ মিনিটে এই ব্যর্থতা ঘোচান সাবিনা। মায়নুর কাছ থেকে পাওয়া বলটি জোরালো এক শটে পাঠিয়ে দেন জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জেতে বাংলাদেশ।
অন্যদিকে ছেলেদের খেলায় দেখা গেছে সাদা মাটা ভাব। নেপালের কাছে ৫ গোল হজম করা ভুটানের প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায় বাংলাদেশের জালে গোল দিয়ে বসে। ফরোয়ার্ড চেচো গিল্টসেনের বাড়িয়ে দেয়া বলে গোল করেন জিগমে শেরিং দর্জি। তবে তা শোধ করে প্রথমার্ধের নির্ধারত ৪৫ মিনিটের ৩ মিনিট আগেই। ৪২ মিনিটে সমতায় ফেরান নাবিব নেওয়াজ জীবন। জামাল ভূঁইয়ার কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে ১-১ করেন। এরপর পুরো ম্যাচেই দুই দল কোনো গোল করতে পারেনি।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর