মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৭:০১

সামান্য একটি কারণে স্টিভওয়াকে স্বার্থপর বললেন শেন ওয়ার্ন

সামান্য একটি কারণে স্টিভওয়াকে স্বার্থপর বললেন শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন তার সতির্থ অধিনায়ক স্টিভ ওয়াকে স্বার্থপর বলে অভিহিত করেছেন। যে স্টিভের অধিনায়কত্বে খেলেছেন তিনি, সেই স্টিভকেই কিনা স্বার্থপর বললেন ওয়ার্ন। ওয়ার্নের এমন মন্তব্যকে অনেকেই সমালোচনা করেছেন।

শেন ওয়ার্ন মূলত ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল থেকে বাদ যাওয়াটা এখনও মানতে পারেননি। তাঁর কথায়, ‘‘স্টিভকে পছন্দ করি না তার পিছনে অনেক কারণ রয়েছে। যাঁদের সঙ্গে এত দিন খেলেছি তাঁদের মধ্যে সব থেকে বেশি স্বার্থপর ছিল স্টিভ।’’

তবে, যে ঘটনা সব থেকে বেশি ওয়ার্নকে ধাক্কা দিয়েছিল, তা হল টেস্ট দল থেকে বাদ যাওয়া। খুব অবাক হয়েছিলেন তিনি।

ওয়ার্ন বলেন, ‘সেই সময় অধিনায়ক স্টিভওয়া ও কোচ জিওফ মার্শ এবং সহ-অধিনায়ক হিসেবে আমি টিম নির্বাচনের দায়িত্বে ছিলাম। আমি ভাল বল করতে পারিনি। ব্রায়ান লারা দারুণ ব্যাট করেছিল। আমারও ভুল ছিল। কিন্তু পরের টেস্টের জন্য দল নির্বাচনের সময় কোন আলোচনাই হলো। শেষ পর্যন্ত দেখা গেল আমিই বাদ।
০৯ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে