মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩১:৫৮

ভারতীয় বোলারদের তুলোধুনো করে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা

ভারতীয় বোলারদের তুলোধুনো করে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে সবক’টি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে বিরাট কোহলির দল।

ভরতের পুণেতে শুরু হয় টি২০ ম্যাচটি।

স্বাগতিকদের দেয়া সহজ টার্গেটে খেলতে নেমে পর্যায়ক্রমে উইকেট হারালেও জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেট দলের সংগ্রহ ৯.২ ওভারে ৪২ রান।

উইকেট পড়েছে ২ টি।

মাঠে রয়েছেন চান্দিমাল (১৫) ও কেফুগেদেরা (১৪)

নিজেদের মাটিতে খেলতে নেমে শুরুতেই টপ অর্ডার ও মিডল অর্ডার ভেঙে পুরোদমে অসহায় হয়ে পড়ে ভারত ক্রিকেট দল। আসিন ও রায়না দলকে টেনে তুলতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত  ১০১ রানে থেমে যায় তাদের রানের চাকা।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে