স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ভারতের দেয়া ১০১ রানের টার্গেটে ব্যাট করছে সফরকারী শ্রীলঙ্কান ক্রিকেট টিম।
ভরতের পুণেতে শুরু হয় প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ টি২০ ম্যাচটি।
স্বাগতিকদের দেয়া সহজ টার্গেটে খেলতে নেমে থেমে উইকেট হারালেও একেবারে জয়ের দ্বারপ্রান্থে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেট দলের সংগ্রহ ১২.৪ ওভারে ৬৬ রান।
উইকেট পড়েছে ৩ টি।
মাঠে রয়েছেন চান্দিমাল (২৫) ও মিলিন্ডা (৪)
নিজেদের মাটিতে খেলতে নেমে শুরুতেই টপ অর্ডার ও মিডল অর্ডার ভেঙে পুরোদমে অসহায় হয়ে পড়ে ভারত ক্রিকেট দল। আসিন ও রায়না দলকে টেনে তুলতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১০১ রানে থেমে যায় তাদের রানের চাকা।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর