ঢাকা: আগামী মাসে ভারতে শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি২০ বিশ্বকাপ। বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ হতে যাচ্ছেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জেতানো কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
এক মাসের জন্য তাকে বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার কথা চিন্তা ভাবনা করছে বিসিবি। মঙ্গলবার সন্ধ্যায় এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির বোর্ড পারিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান এম এ আউয়াল চৌধুরী বুলু।
বিশ্বকাপ আসরে অংশ নেয়ার লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) এখন চলছে বাংলাদেশ নারী দলের প্রশিক্ষণ ক্যাম্প।
০৯ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম