বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:২৮:০৫

কে প্রথম কাছে এসেছিল, সাকিব নাকি শিশির?

কে প্রথম কাছে এসেছিল, সাকিব নাকি শিশির?

স্পোর্টস ডেস্ক : সাকিব-শিশির বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা জীবনসঙ্গী হিসেবে পরিচিত। 'আকর্ষণীয় ক্রিকেট দম্পতি' তালিকায় বিশ্বে ২য় অবস্থানে রয়েছে এই দম্পতি। ইতিমধ্যেই সাকিব-শিশিরের কোল জুড়ে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান।

বলা যায় ক্রিকেটটা সাকিবের সঙ্গেই চেনা শুরু করেছেন শিশির। এর আগে ক্রিকেটে তার খুব একটা আগ্রহ ছিল বলে শোনা যায়নি কখনো। তবে বাংলাদেশ ক্রিকেট দলের দলনেতা বলে কথা! ২০১১ সালে তাই ছিলেন সাকিব। হয়তো সে আগ্রহ থেকেই সাকিব আল হাসানকে ফেসবুকে বন্ধু হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন শিশির।

কতজনই তো তাকে সে আমন্ত্রণ জানিয়েছে! সাকিব ভেবেছিলেন হয়তো এটা কোনো ফেক অ্যাকাউন্ট। তবুও কৌতূহলবশত খুলে দেখে আমন্ত্রণ গ্রহণ করেন। এরপর চলতে থাকে চ্যাটিং। ভাবের আদান-প্রদান। হয়তো মন দেওয়া-নেওয়াও। লন্ডনে তাদের প্রথম দেখা। সাকিব কাউন্টি খেলতে গিয়েছিলেন, শিশির এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকে।সাকিবে শিশিরই প্রথম আগ্রহ দেখিয়েছিলেন, তবে আয়োজন করে কেউই প্রস্তাব দেননি কখনো। আর এর পরিণয় হিসাবে ১২.১২.১২ তারিখটাই বেছে নিয়েছিলেন সাকিব ও শিশির।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে