স্পোর্টস ডেস্ক : তিনি ম্যাচ হেরে পরিষ্কার বলেই ফেললেন। না, কোনওরকম রাখঢাক নেই। ভারতীয় অধিনায়ক ধোনি বলছেন, ‘পুনের কন্ডিশন একেবারেই ঘরের কন্ডিশন নয়। বলা যেতে পারে ইংলিশ কন্ডিশন। আমরা অনেকদিন যে ধরনের কন্ডিশনে খেলতে অভ্যস্ত নই।’
পুনের বাইশ গজকে ব্যাখ্যা দিলেন, ‘পিচ স্পঞ্জি ছিল। বাউন্সির চেয়ে সিমিং অনেক বেশি ছিল। সম্প্রতি অস্ট্রেলিয়ায় আমরা এমন ধরনের পিচে খেলিনি। একদম আলাদা। তবে এ ধরনের পিচে আমাদের যেসব শট নেওয়া উচিত ছিল তা হয়নি। শট নির্বাচন নিয়ে আমাদের আবার বসতে হবে। কথা বলতে হবে।’
কত রান হলে জয়ের জন্য নিশ্চিত হওয়া যেত? ভারত অধিনায়কের উত্তর, ‘এই পিচ কখনই ১৬০–এর পিচ নয়। এই পিচে আরও ২৫–৩০ রান হলে ভাল হত। আমরা জিতেও যেতে পারতাম। তবে কম রান নিয়েই আমরা ম্যাচটা জিততে চেয়েছিলাম।’
সামনে এশিয়া কাপ। তারপর টি-২০ বিশ্বকাপ। নকআউট পর্যায়ের ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে কম রান বোর্ডে উঠলে জেতার সুযোগ হাতছাড়া হতে পারে। কী মনে করছেন ধোনি? উত্তর পাওয়া গেছে, ‘জানি, আউট পর্যায়ে খেলতে হলে বোর্ডে বড় রান দরকার। সেটা না করতে পারলে সমস্যা হতে পারে। এই ম্যাচে আমরা সবাই ব্যাট করার সুযোগ পেয়েও কেউ বড় রান করতে পারিনি। সুযোগটা কাজে লাগাতে পারিনি। পরের ম্যাচে এই ভুল যেন না হয় সেটা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে।’
এরপর ঘরের মাঠে খেলতে হবে। রাঁচিতে। ধোনির বক্তব্য, ‘জানি, এটা ছোট সিরিজ। তবে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের আগে নিজেদের আরও তৈরি করে নিতে পারব।’ আচমকা ভারতকে হারিয়ে বেজায় খুশি শ্রীলঙ্কার দীনেশ চন্ডিমাল। তিনি বলেই দিলেন, ‘আমরা আন্ডারডগ। আমার বোলাররা দারুণ বল করেছে। ওরা এত ভাল বোলিং করবে ভাবতে পারিনি। আমাদের দল আনকোরা। সিনিয়ররা নেই দলে। জুনিয়রদের নিয়ে খেলতে এসেছি। প্রথম ম্যাচেই এমন পারফরমেন্স সত্যি ভাবা যায় না!’
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস