বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৮:৪৭

বড় তিন তারকাকে বাদ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

 বড় তিন তারকাকে বাদ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আর কিছু দিনের মধ্যে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বসেরাদের আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন হাই-ভোল্টেজ আসরটি উপলক্ষ্যে এরইমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি মাঠ কাঁপানো পেসার উমর গুল-কামরান আকমল ও সোয়াইব মাকসুদের। তবে বড় চমক দেখিয়ে দলে জায়গা করে নিয়েছেন তরুণ রুম্মান রাইজ ও বাঁহাতি স্পিনার খুররম মঞ্জুর।

গতকাল (মঙ্গলবার) পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান অনুমোদিত এই স্কোয়াড ঘোষিত হয়।

পাকিস্তান স্কোয়াড : মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শহিদ আফ্রিদি, উমর আকমল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, বাবর আজম, মোহাম্মাদ নওয়াব, মোহাম্মাদ আমির, ইফতিখার আহমেদ, মোহাম্মাদ ইরফান, রুম্মান রাইজ, ওয়াহাব রিয়াজ এবং খুররম মঞ্জুর।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে