স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের আগে এক এক করে ১৬ ক্রিকেটারের সঙ্গে আলাদা কথা বলেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাদের প্রত্যেকেরই বলে দিয়েছেন দলে থাকলে কার কী কাজ হবে, কার কাছ থেকে কী চাওয়া।
দলের মধ্যে ‘ঘরের কথা বাইরে না বলা’র কঠোর নীতি আরোপ করেন হাথুরুসিংহে। মাঠে খেলোয়াড়দের ওপর বর্তানো দায়িত্বের বণ্টন সম্পর্কে তাই স্পষ্ট ধারণা পাওয়া গেল না। শুধু জানা গেছে, গত দুই দিন সবার সঙ্গে আলাদা বসে প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছেন কোচ। ম্যাচে কে কোথায় ব্যাট করবে, কখন বল করবে, কোন পরিস্থিতিতে কাকে কী করতে হবে...সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন সবই। অনুশীলনেও সবাইকে সেভাবেই কাজ করতে বলেছেন।
টি-টোয়েন্টির জন্য বিশেষায়িত অনুশীলন হাথুরুসিংহে শুরু করেন বিপিএলের পর পর। মাঝে জিম্বাবুয়ে সিরিজটাও হয়েছে শুধু ২০ ওভারের ম্যাচের। এরপর খুলনায় চলমান থেকেছে একই অনুশীলন। এখন চট্টগ্রামেও সেটাই চলছে। তবে খেলোয়াড়ভেদে কিছু বিশেষত্ব যোগ হয়েছে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন হয় একসঙ্গে চার নেটে। মাঝ উইকেটের এক নেটে পেস বলের এবং আরেক নেটে স্পিন বলের মুখোমুখি হচ্ছেন ব্যাটসম্যানরা। তার আগে দুটি প্র্যাকটিস উইকেটের একটিতে যাঁর যাঁর পছন্দমতো শট প্র্যাকটিস করছেন। অন্যটিতে গ্রানাইট বিছানো। সেখানে হচ্ছে শর্ট বলে হুক-পুলের অনুশীলন। বোলিং ও ফিল্ডিংয়েও চলছে নির্দিষ্ট বিষয় ধরে অনুশীলন।-প্রথম আলো
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর