স্পোর্টস ডেস্ক : ছোট্ট শিশু একা একাই স্বপ্ন দেখেন। কে আছে তার পাশে? শিশুটি এখনো অনেকটা অবুঝ। বুঝে উঠতে পারেন না অনেক কিছুই।
মায়ের মমতায় মাথায় কে বুলিয়ে দেবে হাত? বাবা বাবা বলেই বা কে ডাকবে। পরম বিধাতাই শান্ত রাখতে পারে মেঘকে।
আগামীকাল (বৃহস্পতিবার) ১১ই ফেব্রুয়ারি সাগর-রুনির চতুর্থ মৃত্যুবার্ষিকী। বাবাকে স্বরণ করছেন গত চার বছর আগে নিহত এই দম্পতির রেখে যাওয়া মানিক রতন।
সাগর-রুনির ছেলে মাহির সারওয়ার মেঘ এখন তৃতীয় শ্রেণীতে পড়ে। একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানালেন তার স্বপ্নের কথা। দেশের জন্য সাকিব আল হাসান হতে চান তিনি।
ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা মেঘের দিন কাটছে পড়াশোনা, ছবি আঁকা ও নানির কাজে সহযোগিতার মধ্যে দিয়ে। বাবা সাগর সরওয়ার ও মা মেহেরুণ রুনির ছবি দেখলেই কষ্ট বাড়ে তার।
মেঘ এগিয়ে যেতে চান তার স্বপ্নের পথে। নিজেকে পরিণত করতে চান ফুটন্ত ফুলে।
১০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর