বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০৮:৪২

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান, দল ঘোষণা করেছে বোর্ড

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান, দল ঘোষণা করেছে বোর্ড

স্পোর্টস ডেস্ক : ইনানিং কম চমক দেখায়নি আফগানিস্তান। এই আফগানিস্তান শিগগিরই পা রাখবে ঢাকায়। টাইগারদের সাথে হবে ক্রিকেটীয় লড়াই।

দেশটির বড় বড় তারকারা রয়েছেন আফগান দলে। শাহজাদ, মোহাম্মদ নবী, সামিউল্লাহ ও দুই জাদরানকে দলে নিয়ে স্কোয়াড সাজিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়াকাপ খেলার জন্য ঢাকায় আসার প্রস্তুতিতে রয়েছে আফগানিস্তানের জাতীয় ক্রিকেট টিম।  
 
এশিয়া কাপের জন্য আফগানিস্তানের দল : আসগার স্টানিকজাই (অধিনায়ক), নুর আলী  জাদরান, মোহাম্মদ শাহজাদ, ওসমান গনি, মোহাম্মদ নবী, করিম সাদিক, শফিকুল্লাহ, রশিদ খান, আমির হামজা, দৌলত জাদরান, শাপুর জদরান, গুলবাদিন নায়েব, সামিউল্লাহ শেনওয়ারি,  নজিবুল্লাহ জাদরান ও ইয়ামিন আহমাদজাই ।
১০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে