স্পোর্টস ডেস্ক: মি. ফিনিসার ম্যান খ্যাত নাসির হোসেনকে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে না দেখে রীতিমত অবাকই হয়েছিল ক্রিকেট প্রেমীরা। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছিল নাসিরকে নিয়ে চিন্তার কিছুই নেই। তাকে বিশেষ বিবেচনায় রাখা হয়েছে।
আসন্ন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে ১৬ জনের স্কোয়াডে জায়গা লাভের মাধ্যমে বুঝা গেল নাসির সঠিক প্রতিদান পেয়েছেন নির্বাচদের কাছ থেকে। আর তাতে যারপরনাই খুশি দেশ সেরা এই ফিনিসার।
এ নিয়ে নাসির দেশের প্রথম সারির একটি পত্রিকাকে মুঠোফোনে জানান, ‘আমার ওপর নির্বাচকদের আস্থা আছে শুনে খুবই ভালো লেগেছে। আমার জন্য এটা দারুণ ইতিবাচক। চেষ্টা করব আস্থার প্রতিদান দিতে।’
তিনি আরো জানান, ‘আমি যে জায়গায় নামি, টি-টোয়েন্টিতে সেখানে নেমে ফিফটি করা সম্ভব নয়। আমি হয়তো এমন পরিস্থিতিতে উইকেটে যাব, যখন ২০ বলে ৪০ রান লাগবে। দু-চারটা ছক্কা মারতে হবে। অনুশীলনে ওই ব্যাটিংটাই করার চেষ্টা করছি।’
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর