স্পোর্টস ডেস্ক: এসএ গেমস খেলতে বাংলাদেশ মহিলা ফুটবল এখন ভারতে অবস্থান করছেন। এবারের গেমসে টাইগ্রেসরা চোখে পড়ার মত পারফরম্যান্স দেখাচ্ছেন। এই তো গতকালকের ম্যাচে শক্তিশালী মালদ্বীপকে হারিয়ে জয় তুলে নিলো তারা।
তবে কথা উঠেছে টাইগ্রেস দলের মিডিয়া ম্যানেজার আহসান আহমেদ অমিতের সঙ্গে অসদাচরণের ঘটনা ঘটিয়েছেন নিকোলাস নামক এসএ গেমসের আয়োজক কমিটির এক ভারতীয় কমকর্তা।
বাংলাদেশ মহিলা ফুটবল দলের মাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আহসান আহমেদ অমিত নিজেই আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ করেন।
তিনি বলেন, 'ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় আমি মহিলা খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছিলাম। নিয়ম অনুযায়ী একজন কর্মকর্তা মাঠে থাকতে পারেন। কিন্তু এই নিকোলাস আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। মাঠ থেকে বের করে দেয়ারও হুমকি দেন।
বাংলাদেশ দলের শেফ দ্যা মিশন আশিকুর রহমান মিকুকে বিষয়টি অবহিত করেছেন বলেও জানান তিনি। খবর-এনডিটিভি
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর