স্পোর্টস ডেস্ক : কে বড় সেটা দেখার সুযোগ হলো। একজনকে বলা হয় দেশ সেরা ক্রিকেটার আর অন্যজন দেশ সেরা ওপেনার ব্যাটসম্যান।
এই ধরনের লড়াই দেখার সুযোগ এবারই প্রথম। পাকিস্তানের সুপার লিগে একজন টাইগার মাঠে নামবেন আর এক জনের বিপক্ষে।
পাকিস্তানের টি-টোয়েন্টি টুর্ণামেন্টে দারুণ খেলছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে একজন মাঠে নামবেন অন্যজনের বিপক্ষে।
দিবা-রাত্রির এ ম্যাচটি অনুষ্ঠিত হবে আরব আমিরাতের সারজাহ স্টেডিয়ামে। আফ্রিদির পেশোয়ার জালমির হয়ে মাঠ কাঁপাতে নামবেন মিস্টার ওপেনার তামিম ইকবাল।
ও করাচি কিংসের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান। উপভোগ্য মুহূর্তের জন্য আগ্রহের শেষ নেই ক্রিকেটপ্রেমীদের। তবে সাকিবের সাথে মাঠে নামতে পারেন মুশফিকও।
যুবাদের বিশ্বকাপে বাংলাদেশ ফাইনালে যেতে পারবে কি পারবে না এই বিষয়টি নিশ্চিত হবে আগামীকাল (বৃহস্পতিবার) ওই ম্যাচটি শুরুর আগেই।
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে গেলে সাকিব-তামিমের লড়াই বাড়তি বিনোদন যোগ করবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
১০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর