স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের স্বপ্ন পূরণ হতে দেননি হাশিম আমলা ও ডি কক। ব্যাট হাতে অবিশ্বাস্য ঝলক দেখিয়েছেন তারা দুই জন।
আইসিসির ইতিহাস বদলে দিয়েছেন এই দুই ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ঘটে অনন্য এই ঘটনা। ওপেনার হিসাবে মাঠে নামেন হাশিম আমলা ও ডি কক।
ইংল্যান্ডের দেয়া ৩১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৩৯ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। আইসিসির রেকর্ডবুকে নতুন করে যায়গা দখল করে নেয় তাদের এই কীর্তি।
ওয়ানডেতে এই জুটি আইসিসিতে পঞ্চম। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দ্বিতীয়। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে আগের দুটি ম্যাচে জয় পাওয়া ইংল্যান্ড এই ম্যাচ জয়ে সিরিজ নিশ্চিত করতে চেয়েছিল।
দুই ওপেনার ডি ককের ১৩৫ ও আমলার ১২৭ রানের ইনিংস পাল্টে দেয় ইংলিশদের পরিকল্পনা। ২২ বল হাতে রেখে ৩ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
এই সেঞ্চুরির মাধ্যমে আমলা নিজের ২২ তম ওয়ানডে সেঞ্চুরি করেন। দ্রুততম ১০ টি সেঞ্চুরি পূর্ণ করেন ডি কক। ৫৫ ম্যাচ খেলে ১০ টি সেঞ্চুরির দেখা পান ডি কক।
আমলা ১০টি সেঞ্চুরির জন্য খেলেন ৫৭ টি ওয়ানডে ম্যাচ। এই তালিকায় দ্বিতীয় আমলা। আর তৃতীয় বিরাট কোহলি (৮০ ইনিংসে)।
সেঞ্চুরিয়ানে হয় আরও একটি রেকর্ড। এই স্টেডিয়ামে ৩১৪ রান টপকে বড় জয় পাওয়ার এটাই রেকর্ডও আমলাদের রান।
১০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর