স্পোর্টস ডেস্ক: সুবিধাবঞ্চিতদের কল্যাণে কাজ করার ব্যাপারে গত বছর অক্টোবরে ইউনিসেফের সঙ্গে চুক্তি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। চুক্তিপত্রে সিদ্ধান্ত ছিল আগামী পাঁচ বছর আইসিসি ও ইউনিসেফ একসঙ্গে পথ চলবে। তারই অংশ হিসেবে এবার যুব বিশ্বকাপেও যুক্ত হয়েছে ইউনিসেফ। ‘ভালোর জন্য ক্রিকেট’—এ কার্যক্রমের অংশ হিসেবে চলমান যুব বিশ্বকাপে সচেতনতা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।
উদ্যোগের অংশ হিসেবে গত (সোমবার) মিরপুর একাডেমি মাঠে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচও খেলেছে এবারের যুব বিশ্বকাপের বাংলাদেশ দল।
এ ব্যাপারে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন,‘শিশুদের পাশে থাকার সুযোগ দানের ধন্য আইসিসি ও বিসিবির কাছে আমরা চির কৃতজ্ঞ। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলার মাধ্যমে পাওয়া এ ধরনের সহযোগিতা এবং পদক্ষেপ আমাদের শিশুদের ভালো ও সুন্দর ভবিষ্যতের জন্য আরো বেশি কিছু করার প্রেরণা জোগাবে।’
বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘ক্রিকেটের ভালো দিক সম্পর্কে সুবিধাবঞ্চিত শিশুদেরও জানার অধিকার রয়েছে। তাদের পাশে থাকার জন্য ইউনিসেফ ও আইসিসি যে উদ্যোগ নিয়েছে, আমরা বিসিবি থেকেও তাদের সহযোগিতা করতে প্রস্তুত।’
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর