স্পোর্টস ডেস্ক: ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি অর্থাৎ আজকের এই দিনে রাজধানী ঢাকায় জন্মগ্রহন করেন টাইগার দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান। এমটিনিউজ পরিবারের পক্ষ থেকে তার এই জন্মদিনে জানাই লাল গোলাপের শুভেচ্ছা।
বেশ লম্বাটে গড়নের ক্রিকেট খেলোয়াড় আতহার আলী আশির দশকে মাঝারী সারির ডানহাতি ব্যাটসম্যান হিসেবে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। পরবর্তীতে ভারতীয় ব্যাটসম্যান ও বাংলাদেশের সাবেক ক্রিকেট কোচ মহিন্দর অমরনাথের পরামর্শক্রমে তিনি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নিয়মিতভাবে মাঠে আবির্ভূত হন। তিনি ধীরগতির মিডিয়াম পেসার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬ উইকেটও লাভ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হিসেবে আসীন রয়েছেন। পাশাপাশি ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগের অন্যতম দল দুরন্ত রাজশাহীর প্রধান কোচ।
সাধুভাষী এই মহান ব্যাক্তির জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলেননি বাংলাদেশে ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে বর্তমান-সাবেক খেলোয়াড়রা। সবাই যে যার মত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে আতাহার আলীর সঙ্গে পূর্বে তোলা ছবি আপলোড দিয়ে ক্যাপশনে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর