স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে নিয়ে মেতেছে কলকাতা নাইট রাইডার্স। সাকিবের প্রশংসায় টুইটারে দেয়া হয়েছে একটি বিশেষ পোষ্ট।
কলকাতা নাইট রাইডার্স সাকিবকে তাদের দলের মেরুদন্ড হিসাবে উল্লেখ করেছে। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স নিজেদের এক পোষ্টে তাকে নিজেদের দলের মেরুদন্ড হিসাবে উল্লেখ করেন।
কলকাতার হয়ে সাকিবের পারফর্ম যে খুব আহামরি তা কিন্তু নয়। তবে টি-টোয়েন্টি হিসেবে প্রশংসা পাওয়ার যোগ্যই বটে।
কলকাতার হয়ে ৩২ ম্যাচে ৩৮ উইকেট আর ৩৮৩ রান করেছেন সাকিব আল হাসান। প্রসঙ্গত, ৮ এপ্রিল শুরু হচ্ছে আইপিএলের আসর। শাহরুখ খানের মূল হাতিয়ার সাকিব।
১০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর