বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:১২:০৯

ওয়েস্ট ইন্ডিজ তারকাদের টি২০ বিশ্বকাপ বর্জনের আশঙ্কা!

 ওয়েস্ট ইন্ডিজ তারকাদের টি২০ বিশ্বকাপ বর্জনের আশঙ্কা!

স্পোর্টস ডেস্ক: নতুন করে সংকট দেখা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। ঘনিভূত ওই সংকট নিরসন না হলেও ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বসেরাদের আসর বিশ্বকাপে না আসার আশঙ্কা দেখা দিয়েছে ক্যারিবীয়ান ক্রিকেট শিবিরে।

এর মূলে রয়েছে অর্থনৈতিক প্রশ্ন। দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তারকা খেলোয়াড়দের যে পরিমাণ আর্থিক প্রস্তাব দেয়া হয়েছে, সেটা কারোরই মনে ধরেনি। এমনকি উক্ত সংকটের সমাধান দ্রুত না হলে আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের মতো সিদ্ধান্তেও যে পারে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ পায় অংশ গ্রহনকারী প্রতিটি দলই। এত দিন আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য সেই অর্থ থেকে ২৫ শতাংশ ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা পেতেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের যে আর্থিক প্রস্তাব দিয়েছে, তাতে খেলোয়াড়েরা কম পাবেন বলে দাবি করা হয়েছে। নতুন চুক্তিতে ২০ শতাংশেরও কম পাবেন অনেকে। কেউ কেউ হয়তো পাঁচ শতাংশও পাবেন।

টি২০ বিশ্বকাপের আগের ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক ড্যারেন স্যামি তাদের ক্রিকেট বোর্ডের কাছে একটি লিখিত চিঠি দিয়েছেন। চিঠিটিতে তিনি সব সমস্যা সমাধানের কথা উল্লেখ করে সমস্যাটির দ্রুত সমাধান চেয়েছেন। পুরো দলের তরফ থেকে লেখা সেই চিঠিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যে আর্থিক প্রস্তাব তারা পেয়েছেন, সেটা কোনো মতেই মেনে নেয়া সম্ভব নয়।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মিচেল মুরহেড কথায় স্পষ্ট যে এই সমস্যা থেকে দ্রুত উত্তরণ একেবারেই অসম্ভব। তিনি বলেছেন, ‘আর্থিক প্রস্তাবটি প্রত্যাখ্যান করে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক স্যামি যে অভিযোগগুলো এনেছেন, সেটা সত্য নয়। তিনি আশা করেন আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের খেলোয়াড়েরা তাদের চুক্তির কাগজপত্র সই করে বোর্ড বরাবর জমা দেবে।’
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে