বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১৭:১০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  মাঠে নামার আগে যা বললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে মাঠে নামবে বাংলাদেশ। (আগামীকাল) বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে লড়াইয়ে নামবে মিরাজ বাহিনী।

এর আগে সংবাদ সংম্মেলনে আসেন দলীয় অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। মেহেদি হাসান মিরাজ বলেন, জাতীয় দলের মাশরাফি ভাই ও মুশফিক ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে।

আমিনুল ইসলাম বুলবুল ভাইও আমাদের সাথে দেখা করেছেন। তারা সবাই আমাদের নানা পরামর্শ দিয়েছেন। দেশের যুব ক্রিকেট দলের এই অধিনায়ক বলেন, আমাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে।  

সেমিফাইনাল নিয়ে আমরা নেতিবাচক কিছু ভাবছি না। দলের সামর্থ্যর দিকে দৃষ্টি দিয়ে মেহেদি হাসান মিরাজ বলেন, বিপদের সময় আমরা ঘুরে দাঁড়াতেও পারি।

পাকিস্তানকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ খুব চমক দেখিয়েছে কিনা এই বিষয়ে জানতে চাইলে মিরাজ বলেন, কঠিন লড়াই হবে ঠিকই তবে চাপের মুখেও সাফল্য পাওয়ার কথা আমাদের।

চাপের বিষয়ে উদাহরণ টেনে মিরাজ বলেন, একবার শ্রীলঙ্কা সফরে গিয়ে আমরা প্রথম দুই ম্যাচ হেরে যাই। পরে টানা ৩টি ম্যাচ জিতে আমরাই সিরিজ জয় করি।

প্রসঙ্গত, যুব বিশ্বকাপে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যে যে দলটি জয় পাবে ভারতের বিপক্ষে মিরপুরে ফাইনাল খেলবে সে দল।
১০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে