স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অর্নূধ্ব-১৯ ক্রিকেট দল। তাই সেমিফাইনালের আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিরাজরা।
সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের অ্যাটাকে ঘায়েল করতে বুধবার সকালে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেন মিরাজ বাহিনী। প্রায় দুই ঘণ্টা অনুশীলনে নিজেদের ব্যাটিং-বোলিং-কিপিং সহ সব বিভাগ ঝালিয়ে নেয় বাংলাদেশ অর্নূধ্ব-১৯ দল।
অনুশীলন শেষ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে নিজেদের ব্যাটিং নিয়ে খুব একটা সন্তুষ্ট না থাকায়। ওয়েস্ট ইন্ডিজ যুবাদের পেস অ্যাটাক ঘায়েল করতে এদিন বিশেষে করে ব্যাটিং নিয়ে বিশেষ মনোযোগী ছিলো ব্যাটসম্যানরা।
তাছাড়া প্রতিপক্ষকে স্পিন অ্যাটাকে ঘায়েল করতে স্পিন বোলিং নিয়েও কাজ করেন মিরাজের দলের সকল বোলার।
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস