আরিফুর রাজু: বুধবার দুপুর থেকে দেশের বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ফলাওভাবে প্রচার হচ্ছে জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় সাকিব আল হাসানকে ফোনে উর্দু ভাষায় মৃত্যুর হুমকি দেয়া হয়।
পরে বিষয়টি নিয়ে বিবৃতি দেয় বাংলাদেশের ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট বিডিক্রিকটিম। ওয়েবসাইডটি বিকেলে ৪.২৮ মিনিটের সাকিবের বিষয়টি নিয়ে সচেতনতামূলক একটি পোস্ট দেয়া হয়। সেখানে সাকিবের একটি ছবি আপলোড দিয়ে লেখেন, সাকিবকে হত্যার হুমকি নিয়ে যে নিউজগুলো ছড়ানো হচ্ছে তা আসলে ভিক্তিহীন। সাকিবের একটি ফেইক অ্যাকাউন্ট থেকে রোমারটি ছড়ানো হচ্ছে এবং সেখান থেকে কিছু পোর্টালে নিউজ করছে। যেনে রাখুন ফেসবুকে সাকিবের পাবলিক কোন প্রোফাইল নেই। তাঁর ভেরিফাইড পেজ থেকে কোন ইনফরমেশন না আসা পর্যন্ত এসব রোমার থেকে দূরে থাকুন।
এ বিষয়ে এখনো অবশ্য সাকিবের পক্ষ থেকে কোন রকম প্রতিক্রিয়া জানা যায়নি।
প্রসঙ্গত, পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) খেলতে সাকিব এখন আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। করাচি কিংসের হয়ে তিনি এরইমধ্যে তিনটি ম্যাচ খেলেছেন। আজ চতুর্থ ম্যাচে প্রিয় সতীর্থ তামিম ইকবালের বিপক্ষে রাতে মাঠে নামবেন তিনি।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর