স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করেই ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ হতে যাওয়ার খেলতে যাচ্ছেনা আফ্রিদি বাহিনী। পাকিন্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে এমনটি জানিয়েছেন ভারতীয় গনমাধ্যমে। জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান জানান, ‘বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ গুলি অন্যত্র খেলানোর প্রস্তাব দেয়া হয়েছে। তবে এবিষয়ে এখনো কোনো ইতিবাচক ভূমিকা ভারতের পক্ষ থেকে নেয়া হয়নি বলেই তার অভিমত। আর এজন্যই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা হলে পাকিস্তান টিম সেখানে অংশ নেবেনা’।
৮ মার্চ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬। পাকিস্তান-ভারত ক্রিকেটের মাঠে সবসময়ই একে অপরের চিরপ্রতিদ্বন্দী। ক্রিকেট বিশ্ব আজও ভোলেনি প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ফাইনালের রূদ্ধশ্বাস ক্রিকেট। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অনুপস্থিতি ক্রিকেট প্রেমীদের হতাশ করে দেবে বলেই মত প্রকাশ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই