বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:১২:৪৫

কিডনি সমস্যায় আক্রান্ত মেসিকে নিয়ে ফের দুশ্চিন্তা

 কিডনি সমস্যায় আক্রান্ত মেসিকে নিয়ে ফের দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক : কিডনি সমস্যায় আক্রান্ত লিওনেল মেসি।  তাকে নিয়ে ফের দুশ্চিন্তা।  মঙ্গলবার স্পেনের একটি পত্রিকা দাবি করেছে, গত বছরের ডিসেম্বর মাস থেকে মেসি কিডনির সমস্যায় ভুগছেন।  সেই অস্বস্তি নিয়েই ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতে গিয়েছিলেন তিনি।

ফের লিওনেল মেসিকে নিয়ে দুশ্চিন্তার মেঘ ক্যাম্প ন্যু’তে।  বার্সেলোনা তারকা কিডনির সমস্যায় ভুগছেন! মঙ্গলবার ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেসির কিডনিতে পাথর ধরা পড়েছে।  তাই তার চিকিৎসা চলছে।  তবে ভয়ের কারণ নেই। লিও সুস্থ আছেন।

মঙ্গলবার স্পেনের একটি পত্রিকা দাবি করেছে, সমস্যা বেড়ে যাওয়ায় লিথোট্রিপসি করে সেই পাথর নষ্ট করে দেয়া হয়েছে।  এ পদ্ধতিতে ঘণ্টাখানেকের মধ্যে আলট্রাসাউন্ড তরঙ্গের সাহায্যে কিডনিতে জমা পাথরকে গুঁড়িয়ে দেয়া হয়।

এ পদ্ধতিতে চিকিৎসা করলে পার্শ্ব-প্রতিক্রিয়া হয় না।  যদিও বার্সেলোনা বা মেসির তরফে সেই খবর নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

বুধবার কোপা দেল রে ট্রফির সেমিফাইনালের ফিরতি লেগে বার্সেলোনা খেলবে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে।  সেই ম্যাচে মেসি খেলবেন কি না তা নিয়ে ক্লাব কিছু জানায়নি।
 ১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে